দুই ছেলেসহ করোনার টিকা নিতে চান আসিফ

করোনা মহামারি থেকে বাঁচতে দেশ জুড়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের লোকজন এরইমধ্যে টিকা নিয়েছেন। অভিনেত্রী এবং সাংসদ সুবর্ণা মুস্তাফাও টিকা নেওয়ার ছবি প্রকাশ করেছেন।
এবার টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের এই ইচ্ছার কথা জানান ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক। তিনি শুধু একা নন দুই ছেলে রণ-রুদ্রকেও টিকা দিতে চান।
আসিফ লেখেন, ‘আমি আর আমার দুই ছেলে করোনার টিকা নিতে চাই। ভালবাসা অবিরাম।’ শিল্পীর এই আগ্রহের প্রতি সমর্থন জানিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্খীদের অনেকে। তবে একজন মজা করে লিখেছেন, ‘বউ কি দোষ করলো?’
এখন দেখার বিষয় কবে, কখন, কোথায় করোনার টিকা গ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক। আসছে ভালোবাসা দিবসে একাধিক নতুন গান নিয়ে হাজির হবেন আসিফ। এরমধ্যে সিডি চয়েজ থেকে ভিডিও আকারে আসবে ‘প্রেমজল’। যাতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নবীন গায়িকা নাবিলা রেহনুম।
আরআইজে