বেজিকাণ্ডে গ্রেপ্তার শ্রাবন্তীর ড্রাইভার

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২২, ০৯:০০ এএম


বেজিকাণ্ডে গ্রেপ্তার শ্রাবন্তীর ড্রাইভার

অডিও শুনুন

বেজির গলায় শিকল পরিয়ে ছবি দিয়ে বেশ বিপাকেই পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একে তো তাকে ভারতের বন্যপ্রাণী বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা থেকে তলব করা হয়েছে, আর এবার গ্রেপ্তার করা হয়েছে তার গাড়িচালককে।  

বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে শ্রাবন্তীর গাড়িচালককে। আজ তাকে আদালতে তোলা হবে। 

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর হাতে একটি বেজি; যেটির গলায় আবার শিকল বাঁধা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার পরই তা নিয়ে হইচই শুরু হয়। 

Dhaka Post

ওই ছবির জেরে শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। মূলত বেজিটি কোথা থেকে পাওয়া গেলে সেটিই জানতে চাওয়া হচ্ছিল তার কাছে। 

ভারতের বন্যপ্রাণী বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা বলছে বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তীর গাড়িচালকের কাছে। সেই কারণেই তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। 

গতকাল জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের শ্রাবন্তী বলেন, যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যার বেজি ছিল তিনিও এসেছেন। শুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম। 

এনএফ

Link copied