বিতর্ক এখন অভ্যাসে রূপ নিয়েছে

সুশান্তর সিং রাজপুতের মৃত্যুর পর সারা আলী খান প্রশংসার চেয়ে বিতর্কেই বেশি জড়িয়েছেন। সম্প্রতি নতুন সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’ নিয়ে সমালোচনার তোপে পড়েছেন তিনি। পানির নীচে বরুণ দেওয়ানের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখার পর এই ঘটনার সূত্রপাত।
নেটিজনরা বলছেন নতুন এই সিনেমার ট্রেলর মুক্তির পর থেকে ডিসলাইক দেওয়া শুরু করবেন তারা। অনলাইনের এক দল এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছেন। এমনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে।
স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক উঠার পর সারাকে একজোট হয়ে বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজনরা। সম্প্রতি ভারতীয় গণামধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সারা আলী বলেন, ‘বিতর্ক এখন অভ্যাসে রূপ নিয়েছে। এখন আমার ফোকাস নতুন সিনেমা। সেটি নিয়েই কথা বলতে ভালো লাগবে।’
বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে।
প্রসঙ্গত, পরিচালক ডেভিড ধবনের ১৯৯৫ সালের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকে অভিনয় করছেন বরুণ ও সারা। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন গোবিন্দা ও করিশ্মা কপুর। এই সিনেমা দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন বরুণ ও সারা।
এমআরএম