কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ২৫ এপ্রিল

করোনার তৃতীয় ঢেউয়ে থমকে গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আক্রান্ত হয়েছিলেন উৎসবের সভাপতি রাজ চক্রবর্তী। তবে করোনার প্রকোপ কিছুটা কমার কারণে আবারও চলচ্চিত্র উৎসবের নতুন দিনক্ষণ ঠিক হয়েছে।
আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। শেষ হবে ১ মে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক একদিন আগেই শেষ হবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
তবে নবান্নে নয়, আপাতত ঠিক হয়েছে নজরুল মঞ্চেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব। শেষ হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি। কিন্তু উৎসব শুরু হওয়ার আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ। আক্রান্ত হন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এরপরেই চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়।
এইচকে