জন্মদিনে কবীর সুমনের নতুন গান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ মার্চ ২০২২, ১২:১৪ পিএম


জন্মদিনে কবীর সুমনের নতুন গান

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমনের জন্মদিন আজ (১৬ মার্চ)। এ উপলক্ষ্যে উন্মুক্ত হচ্ছে এই গায়কের গাওয়া নতুন গান-ভিডিও ‘যাচ্ছে জীবন’। গানটির কথা লিখেছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজন।

কিছুদিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ভিডিওর বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।

গানটি নিয়ে এক অডিওবার্তায় কবীর সুমন বলেন, ‘যাচ্ছে জীবন-সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’

গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরনের গান লিখতে চাই।’

আজ বিকাল ৪টায় রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল, এনটিভির ফেসবুক পেজ এবং অ্যামাজান, স্পোটিফাই, অ্যাপেল স্টোরসহ বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হবে গানটি।

আরআইজে

Link copied