অর্ধেকে ঋষি কাপুর, অর্ধেকে পরেশ রাওয়াল

শর্মাজি নমকিন নিয়ে আলোচনা ছিল বহুদিন ধরেই। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
এ সিনেমায় দুই বড় তারকাকে দেখা যাবে একই চরিত্রে। তারা হলেন ঋষি কাপুর ও পরেশ রাওয়াল। এই প্রথমবার বলিউডের দুই বড় অভিনেতাকে দেখা যাবে একই চরিত্রে।
আসলে পরিবারকেন্দ্রিক সিনেমাটির শ্যুটিং চলাকালীন মারা যান ঋষি কাপুর। পরবর্তীতে তার ভূমিকায় নামেন পরেশ। বাকি ছবিটি সম্পূর্ণ করেন তিনিই।
ট্রেলারের শুরুতেই এ বিষয়টির কথা উল্লেখ করা হয়েছে। নাম ভূমিকায় দুই অভিনেতার যুগলবন্দি এই প্রথমবার দেখবে দর্শক। ফলে বিষয়টি নিয়ে কৌতুহল তো রয়েছেই।
সিনেমার গল্পে দেখা যাবে- অবসরপ্রাপ্ত এক ব্যক্তি কিছু একটা করতে চান। কী করবেন ভাবতে ভাবতে তিনি ঠিক করেন রান্নার কাজ করবেন। কিন্তু ছেলের পছন্দ না বাবা এসব করুক। এ নিয়েই গল্প এগিয়ে যায়।
বুধবার রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, বাবার শেষ ছবি বলে এই ছবিটি স্পেশাল, তা নয়। বরং বাবা ওই ছবির চিত্রনাট্যে বিশ্বাস করতেন। তিনি চেয়েছিলেন ছবিটি সম্পূর্ণ হোক। বাবা অসুস্থ হয়ে পড়ায় আমরা বুঝতে পারছিলাম না আদৌ ছবিটি শেষ করা যাবে কি না। শেষে পরেশ রাওয়ালজি এগিয়ে আসেন। মাথায় রাখতে হবে, শো মাস্ট গো অন। বাবাকে দেখে সে কথা শিখেছি।
এনএফ