বিচ্ছেদের পর প্রথমবার প্রকাশ্য অনুষ্ঠানে ধানুশ

১৮ বছরের সংসারে ইতি টেনেছেন তারা। সে খবর সামনে আসার পর থেকে দক্ষিণী সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বর্যের বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ ছিল না। জল্পনা-গুঞ্জন কিছুটা কমে যাওয়ার পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ধানুশকে। সম্প্রতি দুই ছেলে যাত্রা এবং লিঙ্গ রাজার সঙ্গে একটি গানের অনুষ্ঠানে দেখা গেল অভিনেতাকে।
চেন্নাইয়ে ইলায়া রাজার গানের কনসার্টে দর্শক আসনে দেখা যায় ধানুশকে। দুই পাশে দুই ছেলে। স্রেফ উপস্থিত থাকাই নয়, অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মাতিয়েও দিয়েছেন ‘কোলাভেরি ডি’র গায়ক।
— Manobala Vijayabalan (@ManobalaV) March 18, 2022
বিচ্ছেদের পরে ধানুশ ব্যস্ত তার আগামী ছবিগুলোর কাজে। ঐশ্বর্য মন দিয়েছেন তার গানের ক্যারিয়ারে। সপ্তাহের শুরুর দিকে ঐশ্বর্যের গানের ভিডিও মুক্তি পাওয়ার পর টুইটারে তাকে অভিনন্দনও জানিয়েছেন ধানুশ। টুইটে সাবেক স্ত্রীকে সম্বোধন করেছেন বন্ধু বলে। ধন্যবাদ জানিয়েছেন ঐশ্বর্যও।
২০০৪ সালে বিয়ে হয় ধানুশ-ঐশ্বর্যর। ১৮ বছর পর গত জানুয়ারি মাসে বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষণা করেন এ তারকা দম্পতি। তাদের সংসার ভাঙা রুখতে চেষ্টা করেছিলেন রজনীকান্তও। আপাতত আলাদাই রয়েছেন ধানুশ-ঐশ্বর্য।
এসএসএইচ