‘চিতার আগুন’ উন্মুক্ত করলেন ইমন খান

গতকাল (২০ মার্চ) উন্মুক্ত হয়েছে জনপ্রিয় গায়ক ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’। ক্রীড়া সাংবাদিক শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। সুর করেছেন শিল্পী নিজেই।
গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। প্রযোজনা করেছেন মিলন খান।
গানটি নিয়ে ইমন খান বলেন, ‘শামীম ভাইয়ের লেখা গান প্রথম গাইলাম। গানের কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
এদিকে চলতি সপ্তাহে আরও কয়েকটি গান আসছে ইমন খানের কণ্ঠে। আগামী ২৪ মার্চ আসছে তার গাওয়া ‘ভাঙা মন’ ও ‘কান্নার নোনা জল’। এছাড়f শিগগিরই আসবে ‘আজও তোরে ভুলতে পারি না’ এবং ‘সিরাজগঞ্জের পোলা, বিক্রমপুরী মাইয়া’সহ একাধিক গান।
আরআইজে