পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ট্রলের শিকার কপিল

পেশাদার কমেডিয়ান থেকে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে আক্ষরিক অর্থেই সবাইকে চমকে দিয়েছেন এএপির প্রার্থী ভগবন্ত মান। দীর্ঘ দিন ধরেই তার সঙ্গে দারুণ বন্ধুত্ব কপিল শর্মার। খ্যাতনামা কমেডিয়ান-সঞ্চালক তাই টুইট করে শুভেচ্ছাও জানিয়েছিলেন তার মান ‘পাজি’কে।
টুইটারে ভগবন্ত মানের সেই ঘোষণার ভিডিওটি রিটুইট করে তাকে অভিনন্দন জানান কপিল। লিখেছিলেন, 'ভাই, তোমার এই সিদ্ধান্তের জন্য দারুণ গর্ব হচ্ছে আমার!'
সেই অভিনন্দন বার্তার জন্য শেষ পর্যন্ত ট্রলের শিকার হলেন তিনি। তবে কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন। পাল্টা জবাব দিয়ে চুপ করে রেখেছেন ট্রলারকে। কপিলের উদ্দেশে ওই ট্রলার জিজ্ঞেস করেছিলেন, 'কী, হরভজনের মতো তোমারও রাজ্যসভার একটি আসন লাগবে নাকি? তাই বুঝি সবাইকে তেল দিচ্ছ?'
জবাবে কপিল লেখেন, একেবারেই তা নয় মিত্তল সাহাব। আমার ইচ্ছে খুবই ছোট। তা হলো, আমাদের দেশ যেন উত্তরোত্তর এগিয়ে চলে। আর হ্যাঁ, যদি আপনার কোনো চাকরির প্রয়োজন হয়, তাহলে আমি তার কাছে সে ব্যাপারে আবেদন করতে পারি।
ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে কপিলের সেই টুইট। কপিল-ভক্তরা যে দারুণ খুশি, সে কথা তো বলাই বাহুল্য। কেউ কেউ আবার মজা করে নিজের শিক্ষাগত যোগ্যতাও জানিয়েছেন, যদি কপিল তাদের হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে কাজের আবেদন করে দেন।
এসকেডি