ভালোবাসা দিবসে জোভান ও সাবিলার ‘ব্রেকআপ বয়’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৬ পিএম


ভালোবাসা দিবসে জোভান ও সাবিলার ‘ব্রেকআপ বয়’

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘ব্রেকআপ বয়’। মাসুদুল হাসান এর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, কায়েজ চৌধুরি, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহাসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেয়ার। এই নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এখানে আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আশা করি ভালো লাগবে সবার।’

dhakapost
‘ব্রেকআপ বয়’ নাটকের দৃশ্যে জোভান ও সাবিলা নূর

সাবিলা নূর বলেন, ‘ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।’

dhakapost
‘ব্রেকআপ বয়’ নাটকের দৃশ্যে জোভান ও সাবিলা নূর

‘ব্রেকআপ বয়’ নাটকের নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। ‘ব্রেকআপ বয়’ নাটকটির গল্প ও চিত্রনাট্য বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মা‍ণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দেখতে পাবেন।’

১৪ ফেব্রুয়ারি (রবিবার) একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘ব্রেকআপ বয়’

এমআরএম

Link copied