পরিবারের সঙ্গে ইফতার করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন মিম

বিদ্যা সিনহা মিম; পেশায় একজন অভিনেত্রী। বিনোদনের ঝলমলে দুনিয়ায় তার সরব বিচরণ। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী। কিন্তু মিমের কাছে সব ধর্মের মানুষই সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়তই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করেন।
মুসলমানদের ধর্মীয় আয়োজনে নিজেকেও সামিল রাখেন মিম। যেমন ঈদুল আযহায় কোরবানি দেন, ঈদুল ফিতরে আশেপাশের মানুষজনকে সেমাই-চিনি-পোশাক উপহার দেন। রমজান মাসেও মিমের এই অপূর্ব মানসিকতার বহিঃপ্রকাশ দেখা যায়। প্রতি রমজানেই তিনি পরিবার নিয়ে ইফতার করেন।
এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। প্রথম রোজাতেই টেবিলভর্তি ইফতার নিয়ে বসে পড়েন। এরপর পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করেন। সেই মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গেও।
দেখা গেল, মাথায় ওড়না দিয়ে হাসিমুখে বসে আছেন মিম। তার সঙ্গে আছেন পরিবারের অন্যরাও। সবার চোখে-মুখে আনন্দ আর তৃপ্তির হাসি। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘উষ্ণতা ও শান্তির মধ্য দিয়ে প্রথম রোজা সম্পন্ন হয়েছে।’
মিমের এই ছবিতে ভালোবাসা জানিয়েছেন হাজারো ভক্ত। ধর্মের গণ্ডি ছাড়িয়ে তিনি যে সম্প্রীতির বার্তা দিয়েছেন, তা অধিকাংশের কাছেই প্রশংসা পাচ্ছে।
চিত্রনায়ক ওমর সানী ছবিটির নিচে মন্তব্য করেছেন ‘খুবই ভালো’, নিশি নিঝুম নামের এক অনুসারী লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব ভালো লাগল দেখে’, কামরুজ্জামান মিলু নামের একজন লিখেছেন, ‘অনেক দোয়া, খুব সুন্দর ছবিটা, সুন্দর পরিবেশ’।
গত বছর কোরবানির ঈদে একটি ছাগল কোরবানি দিয়েছিলেন মিম। এ নিয়ে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘আমাদের বাড়িতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই মুসলিম। তারা তো আমাদের পরিবারই অংশ। পূর্ণ আনন্দ নিয়ে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই পশুটি কিনেছি।’
মিমের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রতির এই সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে যাবে। তাহলেই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে।
কেআই/আরআইজে