বিয়ের পর ‘কাপুর’ হতে চান আলিয়া, কী বলছেন রণবীর?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল ২০২২, ০৯:০৭ এএম


বিয়ের পর ‘কাপুর’ হতে চান আলিয়া, কী বলছেন রণবীর?

বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। আগামী ১৪ এপ্রিল বিয়ে তাদের। রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের মতোই তাদের বিয়েতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে ইতোমধ্যে। খবর যাতে বাইরে না বেরোয়, তা নিয়ে সতর্ক সবাই। এতসব আয়োজনের মধ্যেই আর এক তথ্য ফাঁস হওয়ায় নতুন করে গুঞ্জন শুরু হলো।

সম্প্রতি কানাঘুষা শোনা যাচ্ছে যে, আলিয়া নাকি বিয়ের পর তার নামের সঙ্গে ‘কাপুর’ যোগ করার কথা ভাবছেন। অধিকাংশ নারীই যেখানে বিয়ের পর আজকাল আর স্বামীর পদবি গ্রহণ করেন না, সেখানে আলিয়ার এ সিদ্ধান্ত নিয়ে তাজ্জব অনেকেই।

কাপুরদের পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্যই আলিয়ার এমন ভাবনা কি না তা অবশ্য জানা যায়নি। নীতু সিংহও নিজের পদবি পরিবর্তন করে কাপুর হয়েছিলেন ঋষি কাপুরকে বিয়ে করার পর। পুত্রবধূ হিসেবে আলিয়াও হয়তো একই পন্থা নেবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর আলিয়া যে সব ছবিতে অভিনয় করবেন সেগুলোর ক্রেডিটেও আলিয়া ভাট কাপুর রাখতে চান। তবে রণবীর এ নিয়ে জন্য খুব বেশি আগ্রহী নন। তিনি চান যে, আলিয়া শুধু তার শেষ নাম ভাটটুকু রাখুক।

এসএম

Link copied