৫ বছর পর ফিরছেন তৌসিফ

জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ গত পাঁচটি বছর নতুন কোনো গান করেননি। দীর্ঘ এই বিরতি কাটিয়ে ফিরছেন এবার। আসন্ন রোজার ঈদেই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান। যেটার শিরোনাম ‘ভালোবাসো কিনা’।
গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। তৌসিফ নিজেই এর সুর করেছেন। সংগীতায়োজনে টফি রেনার। ঈদ উপলক্ষ্যে মিউজিক ভিডিও আকারে জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
কী কারণে পাঁচ বছর গান করেননি? এমন প্রশ্নের জবাবে ‘বৃষ্টি ঝরে যায়’ খ্যাত গায়ক তৌসিফ বলেন, “ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। এ ছাড়া এই সময়টা আমার পরিবারকে সময় দিয়েছি। ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়? তার পর তারেক আনন্দ ভাইয়ের সাথে এই গান হয়ে গেলো। শ্রোতাদের সঙ্গে দেখা হচ্ছে ঈদে ‘ভালোবাসো কিনা’ গানের মাধ্যমে। আমার গান যারা পছন্দ করেন তাদের আমার ঈদের উপহার।”
উল্লেখ্য, একটা সময়ে নিয়মিত অ্যালবাম প্রকাশ করতেন তৌসিফ। সেগুলোর গান শ্রোতারাও দারুণভাবে গ্রহণ করেছিল। তবে ইউটিউবের এই যুগে অ্যালবাম নয়, তিনিও সিঙ্গেল গানে সামিল হয়েছেন।
কেআই