নিউইয়র্কে তাহসানের কনসার্ট

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২২, ০৩:২৩ পিএম


নিউইয়র্কে তাহসানের কনসার্ট

নিউইয়র্কে আয়োজন হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের একটি একক কনসার্ট। আগামী ১৫ মে কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরইমধ্যে এ কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। এটি আয়োজন করেছে শো টাইম মিউজিক।

এরইমধ্যে এই কনসার্টের টিকিটও ছাড়া হয়েছে। টিকিদের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪০, ৫০ ও ১০০ ডলার।

এদিকে তাহসান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। তবে বরাবরের মতো অল্প সংখ্যাক ঈদ নাটকেই তাকে পাওয়া যাবে। এর বাইরে নতুন গান নিয়েও চলছে তার ব্যস্ততা। জানা গেছে, ঈদে জি-সিরিজের ব্যানারে একটি নতুন গান প্রকাশ হতে যাচ্ছে এ শিল্পীর। এরইমধ্যে সেই গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তাহসান। বিভিন্ন উৎসবেও তাহসান নতুন নাটক নিয়েও ভক্তদের সামনে হাজির হন।

আরআইজে

Link copied