প্রথমবার ফারহানের নায়িকা তানজিন তিশা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম


প্রথমবার ফারহানের নায়িকা তানজিন তিশা

প্রথমবার জুটি হয়ে আসছেন সময়ের জনপ্রিয় নাট্য তারকা মুশফিক আর ফারহান এবং তানজিন তিশা। নির্মাতা জাকারিয়া সৌখিন তাদের নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’। 

সৌখিন এ নাটকের গল্প নিয়ে বলেন, ফারহান দুষ্ট ছেলে, আর তিশা মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দু’জনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। কিন্তু কি সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত।

তানজিন তিশার সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ফারহান বলেন, ‘যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্পে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি।’

তানজিন তিশা বলেন, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি ও রসায়ন পছন্দ করবেন।’

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আসলে আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্যই ভালো।’

আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

আরআইজে

Link copied