‘দমপুতুল’ নিয়ে এলেন কামরুজ্জামান রাব্বি

জনপ্রিয় লোক গায়ক কামরুজ্জামান রাব্বি এবার গাইলেন সুফি গান। যার শিরোনাম ‘দমপুতুল’। ‘চাবি মেরে ইচ্ছেমত, নাচাবি তুই অবিরত, আমি কি তোমার হাতের মুঠোয় খেলনা দমপুতুল’-এমন কথামালায় গানটি লিখেছেন ড. তপন বাগচী। হাবিব মোস্তফার সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
গানটি নিয়ে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই গানটি গাওয়ার সময় এর কথা ও সুরের যুগল মিশ্রনে দারুণ আনন্দ লেগেছে। আশা করি, আমার শ্রোতারাও বৈচিত্রময় এই কাজটি পছন্দ করবেন।’
হাবিব মোস্তফা বলেন, ‘এই গানটির কথায় সুর করার সময় গানের ভেতরের অর্থকে রাব্বির কণ্ঠে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা নতুন কিছু পাবেন।’
গানটির নানন্দিক লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছে জি সিরিজ।
আরআইজে