‘হাছন রাজাকে উৎসর্গ করে গানটি গাইলাম’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২২, ০৫:১৪ পিএম


‘হাছন রাজাকে উৎসর্গ করে গানটি গাইলাম’

এই সময়ের জনপ্রিয় গায়কদের একজন তানজীব সারোয়ার। তার গাওয়া 'দিল আমার’, ‘মেঘমিলন’, ‘মিথ্যা শেখালি’, ‘ডুবে ডুবে’ গানগুলো এখন অনেকেরই মুখে মুখে। মূলত মৌলিক গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই গায়ক। তবে এবার একটি কভার গান নিয়ে এলেন তিনি।

এই গানটি হলো হাছন রাজার বহুল জনপ্রিয় ‘নেশা লাগিলরে’। এটিকে তানজীব বলছেন রি-ক্রিয়েট ভার্সন। নাসিফ অনিকে নিয়ে এর সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই।

৪ জুন ইউটিউবে তানজীবের নিজস্ব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন ফরহান আহমেদ ইশান। স্টুডিও ভার্সন আকারে করা গানটির ভিডিওতে হাজির রয়েছেন তানজীব।

গানটি প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘হাছন রাজাকে উৎসর্গ করে গানটি গাইলাম। আশা করছি সবার ভালো লাগবে আমার এই ভার্সনটি।’

আরআইজে

Link copied