গল্পটা মানসিক হাসপাতালের রোগী ও ডাক্তারের

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ জুন ২০২২, ১২:৪২ পিএম


গল্পটা মানসিক হাসপাতালের রোগী ও ডাক্তারের

একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, এক ডাক্তার এবং সেবিকার মনস্তাতাত্ত্বি ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ওয়ার্ড নং সিক্স’।

রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ রচিত নাটকটির ভাবানুবাদ ও টিভি নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। প্রযোজনায় বিটিভির অনুষ্ঠান অধ্যক্ষ মো. ঈমাম হোসাইন।

‘ওয়ার্ড নং সিক্স’ নাটকের ‍দৃশ্য
‘ওয়ার্ড নং সিক্স’ নাটকের ‍দৃশ্য

নাটকটির শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ।

১০ জুন (শুক্রবার) রাত ৯টায় বিটিভিতে ‘ওয়ার্ড নং সিক্স’ নাটকটি প্রচারিত হবে।

আরআইজে

Link copied