রণবীরের নতুন লুকে চমকে উঠলেন নেটিজেনরা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ জুন ২০২২, ১০:১৩ এএম


রণবীরের নতুন লুকে চমকে উঠলেন নেটিজেনরা

বলিউড সুপারস্টার রণবীর কাপুর। ২০১৮ সালে তাকে শেষবার দেখা যায় ‘সাঞ্জু’ সিনেমায়। তারপর শাহরুখ, আনুষ্কাদের মতোই তিন বছর চুপচাপ ছিলেন। ২০২২ সালে ফের পর্দায় ফিরেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শামসেরা’ ছবি।

এর আগে রণবীরের ‘শামসেরা’ সিনেমার লুকের একটি মোশন ভিডিও প্রকাশ করা হয়েছিল। যদিও সেখানে তাকে দেখা যায়নি। ব্যাকগ্রাউন্ডে তার গলায় শোনা যায়, ‘কারাম সে ডাকাত, ধারাম সে আজাদ’। তবে এবার নেট দুনিয়ায় ফাঁস হয়েছে রণবীরের ফাস্ট লুক পোস্টার। যেখানে ভয়ঙ্কর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাকে।

যদিও এই পোস্টারের বিষয়ে প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ‘শামসেরা’ সিনেমায় রণবীরকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে।

ইতোমধ্যেই নেট দুনিয়ায় রণবীরের এই ‘শামসেরা’ সিনেমার লুকটি ভাইরাল হয়ে গেছে। তার এমন লুকে মুগ্ধ নেটিজেনরা।

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শামসেরা’ ছবির পরিচালনা করছেন কারণ মালহোত্রা। জানা গেছে, এই ছবিতে একটি ডাকাত উপজাতির বর্ণনা রয়েছে, যারা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ছবিটি এই বছরের ২২ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএইচএস

Link copied