আরিয়ানাকে নিয়ে ‘খুন’ করছেন ইভান
২৩ জুন ২০২২, ০৪:৪২ পিএম

তরুণ নির্মাতা ইভান মনোয়ার আসছে ঈদ উপলক্ষ্যে নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘খুন’। এতে অভিনয় করছেন নবাগত খালিদ, অভিনেতা শাহেদ শরীফ খান ও উঠতি অভিনেত্রী আরিয়ানা জামান।
অর্ফিয়াস প্রোডাকশনস নিবেদিত ‘মাইন্ড দ্য গ্যাপ'-এর ব্যানারে নির্মাণ হচ্ছে এই ওয়েব ফিল্ম।
নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘এটি মূলত ভালোবাসা-বিশ্বাসঘাতকতার গল্প। থ্রিলার গল্পের চাহিদা বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছে। খুন-স্টোরিটিও দর্শক পছন্দ করবে।’

গত ভালোবাসা দিবেস ইভান মনোয়ারের 'দেখা না দেখা' শর্ট ফিল্মে অভিনয় করছিলেন আরিয়ানা জামান। যা নাগরিক টিভিতে প্রচারিত হবার পর দর্শক সমাদৃত হয়।
এদিকে, গত মাসে নির্মাতার শর্ট ফিল্ম 'বনলতা' লন্ডন রেইনবো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। বর্তমানে ভাস্কর নভেরা আহমেদের বায়োপিক বানানোর প্রস্তুতি নিচ্ছেন ইভান মনোয়ার।
আরআইজে