ঈদে আসছে মিলনের ‘প্রেমের গাড়ি’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ জুলাই ২০২২, ০৩:৩২ পিএম


ঈদে আসছে মিলনের ‘প্রেমের গাড়ি’

এই প্রজন্ম‌ের জনপ্রিয় গায়কদের একজন মুহাম্মদ মিলন। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সখি ভালোবাসা কারে কয়’, ‘একটু একটু করে তুমি’, ‘ডানা কাটা পরী’, ‘একুল ওকুল’, ‘জানে জিগার’, ‘এমন কেন করছো’, ‘চুপি চুপি’, ‘লক্ষী সোনা’ ইত্যাদি।

এবারের কোরবানি ঈদ উপলক্ষ্যে নতুন গান নিয়ে আসছেন মিলন। যার শিরোনাম ‘প্রেমের গাড়ি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মিলন নিজেই এবং সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটি নিয়ে মুহাম্মদ মিলন বলেন, ‘এটা যেহেতু ঈদের গান তাই প্রেমের সঙ্গে গানটিতে আমরা হাসিখুশির বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। কথা-সুর-সংগীতায়োজনও সাজানো হয়েছে সেভাবে। আমার গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করি।’

গানটির প্রযোজক ‘ওয়াই আর মিউজিক’-এর কর্ণধার ইউসুফ রাজু বলেন, ‘গানটি মানুষের মনে জায়গা করে নেবে এবং শুনলে শ্রোতাদের নাচতে ইচ্ছে করবে।’

আপাতত লিরিকাল ভিডিও আকারে গানটি প্রকাশ করবে প্রতিষ্ঠান ‘ওয়াই আর মিউজিক’। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশ-বিদেশের বেশ কিছু জনপ্রিয় অ্যাপে।

আরআইজে

Link copied