অভিনয়ে শিরোনামহীনের গায়ক শেখ ইশতিয়াক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২২, ০১:৫০ পিএম


অভিনয়ে শিরোনামহীনের গায়ক শেখ ইশতিয়াক

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের ভোকাল শেখ ইশতিয়াক। গানের মাধ্যমে এরই মধ্যে সবার মন জয় করেছেন তিনি। তার গাওয়া ‘অবেলা’ গানটি বিভিন্ন বয়সের মানুষের মুখে মুখে। কিন্তু এবার গায়ক নয় নায়ক হিসেবে আসছেন তিনি।

একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শেখ ইশতিয়াক। যার নাম ‘হরিহর’। অনিমেষ আইচের তত্ত্বাবধানে এটি রচনা ও পরিচালনা করেছেন সাদেক সাব্বির।

দুই পুরনো বন্ধুর যোগাযোগ নেই অনেক দিন। হঠাৎ একদিন দুই বন্ধুর দেখা হয়। তারা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়। এমনই এক বন্ধুত্বের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে। শেখ ইশতিয়াক ছাড়া আরও অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সাব্বির আহমেদ ও সাইমা স্মৃতি।

পরিচালক সাদেক সাব্বির বলেন, ‘বন্ধুত্বের গল্প এটি। এই গল্প যেকোনো মানুষের ভালো লাগবে। কারণ বন্ধু ছাড়া আমরা সবাই অচল। বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।’

আলফা আই প্রোডাকশনের ব্যানারে ‘হরিহর’ প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। শনিবার (১৬ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি। ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপেও দেখা যাবে।

আরআইজে

Link copied