দর্শক মাতাচ্ছে ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ জুলাই ২০২২, ০৪:০৮ পিএম


দর্শক মাতাচ্ছে ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’

অডিও শুনুন

গায়িকা সাবরিনা এহসান পড়শী এখন অভিনেত্রীও। নিজের গানে তো বটেই, সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। গত ঈদেও কাজ করেন একটি নাটকে। ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের নাটকটি সাড়াও ফেলে বেশ।

এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে পড়শী অভিনীত নতুন নাটক ‘শাদি মোবারক’। যেখানে তিনি জুটি বেঁধেছেন ছোটপর্দার সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

গত ১৪ জুলাই ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটি দর্শকের ভালোবাসায় ভাসছে। তিন দিন না যেতেই ইউটিউবে ২৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে নাটকটি। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট।

‘শাদি মোবারক’ নাটকের দৃশ্যে ফারহান ও পড়শী

সেখানে নিলুফার ইয়াসমীন নামে একজন লিখেছেন, ‘অসাধারণ হইছে, দুজনের অভিনয়টা অনেক সুন্দর হইছে। কান্নাগুলো একদম রিয়েল মনে হইছে। আর রোমান্টিকতা মন ছুঁয়ে গেছে। পুরো নাটকটা অসাধারণ ছিলো।’ মো. সাগর নামে একজনের মন্তব্য, ‘নাটকটি দেখার সময় মনের অজান্তেই চোখ থেকে পানি পড়তে ছিল।’ মাসুম তালুকদার নামে একজনের ভাষ্য, ‘পুরো নাটকটি বাস্তব জীবনের গল্পে তৈরি। অসাধারণ অভিনয় ফারহান ভাই এবং পড়শী আপু।’

পড়শী বলেন, ‘এই নাটকে একজন প্রবাসীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি আমি। একজন প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে নাটকটির গল্প। এরমধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন দর্শক। সে জন্য সবাই গ্রহণও করছেন বেশ। সবার এত এত ইতিবাচক মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।’

অন্যদিকে ফারহান বলেন, ‘এই নাটকের গল্পের সঙ্গে প্রবাসীদের অনেক আবেগ জড়িয়ে আছে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও রয়েছে। এমন গল্পে আমার উপস্থিতি একেবারেই নতুন। দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। দর্শক কাঁদছে, ভাবছে-এটাই আমাদের প্রাপ্তি।’

আরআইজে

Link copied