আজকের সর্বশেষ
- খোয়াই নদের ওপর নড়বড়ে ২ সেতু আতঙ্ক
- মুশতাকের ঘটনা স্বাভাবিক বলে মানা যায় না : সেলিম
- করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৫
- ম্যাচ স্থগিত হলেও সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড উলভস
- যাত্রীবাহী বাসে ঢাকায় আনা হচ্ছিল ৩৫ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি
- ৩ শতাধিক গর্ভবতী শ্রমিককে সম্মাননা
- ফিঞ্চের ব্যাটে সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া
- সর্বোচ্চ অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল বিটিএস
- পুরান ঢাকা থেকে বিস্ফোরকসহ আটক ৪
- এবার মুখোমুখি হচ্ছে গণফোরামের দুই অংশ
- আগে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা
মায়ের স্বপ্ন পূরণে গাইলেন অন্তু, সঙ্গে হাসিব
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৬

মুত্তাকী হাসিবের সঙ্গে অর্ণব অন্তু
নাটক-টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র কিংবা মিউজিক ভিডিও-সব মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন অর্ণব অন্তু। তার করা অনেক কাজই প্রশংসিত হয়েছে শ্রোতা মহলে। এমনকি ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছিল তার।
সেই অর্ণব অন্তু এবার আত্মপ্রকাশ করলেন গায়ক হিসেবে। তার অভিষেক গানটির শিরোনাম ‘ভুল’। ১৭ ফেব্রুয়ারি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফায়ারফ্লাই’য়ের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়।
প্রকাশের পর থেকে গান-ভিডিওটির জন্য ভক্ত-শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অন্তু। সুর ও সংগীতায়োজন করেছেন অন্তুরই কাছের মানুষ মুত্তাকী হাসিব। দুজন মিলে অনেক শ্রম ও চেষ্টার পর তৈরি করেছেন এই গান।

কক্সবাজার সৈকতের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস সংকর। এতে মডেল হয়েছেন অন্তু নিজেই। সঙ্গে আছেন হাবিবা, আলিফ ও মাটি।
অন্তু বলেন, ‘আমার মা তার প্রথম জীবন থেকেই গানের সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত। কিন্তু পারিবারিক নানা প্রতিকূলতার কারণে স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেননি। তাই ছোটবেলা থেকেই চেয়েছিলেন আমি গান শিখি। মায়ের রেওয়াজ শুনে শুনেই আমার বড় হওয়া। বলতে পারেন এই গানটির মাধ্যমে মায়ের সেই স্বপ্নটি পূরণ করতে চেয়েছি। আমার স্ত্রী সংগীতশিল্পী পূজারও উৎসাহ রয়েছে এতে।’
মুত্তাকী হাসিব বলেন, ‘অভিনয় দিয়ে পরিচিতি পেলেও অন্তুর গানের গলাও চমৎকার। গানের প্রতি তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। দুজন মিলে অনেক সময় ও মেধা খরচ করে গানটি করেছি। অডিওর সঙ্গে ভিডিওর সমন্বয়টাও হয়েছে দারুণ। কাজটির জন্য সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’
আরআইজে
বিনোদন এর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়

মোটরসাইকেল বিষয়ে পুলিশ সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞা

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে

খাদের কিনারে আরেক লিজিং প্রতিষ্ঠান, পদত্যাগ চাচ্ছেন এমডি

প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য সোহাগ

দুবাইয়েও আছে শ্রমের বাজার, বিক্রি হন বাংলাদেশিরা

রিট খারিজ, ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে
