সিয়ামের ৪২ লাখ টাকার লাল গাড়ি

নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে সফলতার পর বড় পর্দায় নাম লেখান সিয়াম আহমেদ। বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের একজন তিনি। সোমবারই (২২ ফেব্রয়ারি) ‘বঙ্গবন্ধু’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে মুম্বাই থেকে ফিরেছেন ঢাকায়।
আর এদিনই একটা লাল টুকটুকে গাড়ি কিনে ঘরে এনেছেন সিয়াম। স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী এবং কয়েকজন বন্ধুকে নিয়ে সেই গাড়ির ছবি প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে। সিয়ামের নতুন গাড়িটি যে তার ভক্তদেরও খুব মনে ধরেছে তা সেই পোস্টের নিচের কমেন্টগুলো থেকেই স্পষ্ট।
নতুন গাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে সিয়াম লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ভালোবাসাকে ঘরে স্বাগতম।’ এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মানুষ লাইক দিয়ে সিয়ামের গাড়িটি পছন্দ করেছেন।
সিয়াম জানান, গাড়িটির মডেল ‘মাজদা এমএক্স ৫’। কিনেছেন ‘মাভেন অটোস বাংলাদেশ’ নামক শোরুম থেকে। বাংলাদেশে এই মডেলের গাড়ির বাজার মূল্য বর্তমানে ৪২ লাখ টাকা। কাগজপত্রের জন্য গুনতে হয়েছে আরও প্রায় দুই লাখ টাকা।
বর্তমানে সিয়ামের হাতে রয়েছে প্রায় ১৫টি সিনেমা। সিয়াম অভিনীত দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার প্রকাশ হবে আজ রাতে।
এছাড়া চলতি বছর চলতি বছর মুক্তি পাওয়ার কথা সিয়াম অভিনীত ‘শান’, ‘পাপ-পুণ্য’, ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘স্বপ্নবাজি’, ‘মৃধা বনাম মৃধা’ প্রভৃতি সিনেমা।
আরআইজে