দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘আগুন পাখি’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ জুলাই ২০২২, ০১:৪৭ পিএম


দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘আগুন পাখি’

দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘আগুন পাখি‘। আগামী ১ আগস্ট (সোমবার) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার গুলশান অল কমিউনিটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, এস জে মোশন পিকচার্সের স্বত্বাধিকারী কাজী সাইফুল ইসলাম, পরিচালক পারভেজ আমিন এবং অন্যান্য কলাকুশলীরা।

পারভেজ আমিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকী, বৈশাখী প্রমুখ।

আরআইজে

Link copied