নিশিতার বিয়ে আজ

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬ ’খ্যাত গায়িকা নিশিতা বড়ুয়ার বিয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি)। বর দীপংকর বড়ুয়া একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। ঢাকার একটি মিলনায়তনে হবে এই বিয়ে। যেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বর-কনের বন্ধু ও ঘনিষ্টজনরা উপস্থিত থাকবেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে গায়ে হলুদের আয়োজন করা হয় তাদের। চার বছর আগে দীপংকরের সঙ্গে পরিচয় নিশিতার। সেখান থেকে গড়ে ওঠে বন্ধুত্ব। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
নিশিতা বলেন, ‘গত চার বছরের বন্ধুত্ব থেকে দেখেছি দীপংকর মানুষ হিসেবে চমৎকার। তার বাড়িও আমার শহর চট্টগ্রামে। ফলে দুজনের বোঝাপড়াটাও দারুণ। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন।’
গায়িকা আরও যোগ করেন, ‘গত বছরই আমাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সময় পেছাতে হয়। গায়ে হলুদে সংগীতসহ শোবিজের অনেকে উপস্থিত থেকে শুভ কামনা জানিয়েছেন। আজও অনেকে আসবেন আশীর্বাদ করতে।’
‘ক্লোজআপ ওয়ান’-এ দ্বিতীয় রানারআপ হওয়া নিশিতা বড়ুয়ার প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’ প্রকাশিত হয় ২০০৭ সালে। বিভিন্ন মাধ্যমে বেশ কিছু ভালো গান উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ গত ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার গাওয়া ‘আহা ভালোবাসা’।
আরআইজে