কাজে ফিরলেন অভিনেত্রী স্পর্শিয়া

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২২, ১২:১১ পিএম


কাজে ফিরলেন অভিনেত্রী স্পর্শিয়া

এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এরইমধ্যে কাজে ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই খবর জানান স্পর্শিয়া নিজেই।

স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘খারাপ লাগছে, তবুও অনেক ভালো লাগছে। সেটে ফিরে কাজ করছি, আলহামদুলিল্লাহ!’

তিনি আরও লেখেন, ‘এখনো পুরোপুরি সেরে উঠিনি, তবে শিগগিরই সুস্থ হয়ে উঠবো। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে গত ৩০ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাপেনডিসাইটিস অপারেশন করা হয় স্পর্শিয়ার।

স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা।

আরআইজে

Link copied