‘শেষ নোট’ প্রকাশ করলেন তারা

একাধারে গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী। তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গাওয়ার পাশাপাশি অন্যদের জন্যও গান বানিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে ‘তরুন ব্যান্ড’ নিয়েই তার যত ব্যস্ততা।
শ্রোতাদের জন্য সুখবর হলো নতুন গান নিয়ে এসেছে ‘তরুন ব্যান্ড’। তাদের এবারের গানের শিরোনাম ‘শেষ নোট’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন ব্যান্ডের প্রধান তরুন। ২৪ আগস্ট রাতে ইউটিউবে জি সিরিজের চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।
গানটির মুখ-‘জানি তুমি সারারাত কাঁদবে/ আমাকেই নিয়ে শুধু ভাববে/ পারবে না মেলাতে হিসেব নিকেশ/ যখন থাকবে না কিছু আর হাতে/ কী করে বোঝাবো আমি তোমায়/ আমি চাইনি চাইনি এভাবে চলে যেতে/ বিশ্বাস করো ও বন্ধু/ আমি চাইনি চাইনি এভাবে মরে যেতে...।’
গানটি প্রসঙ্গে ‘তরুন ব্যান্ড’-এর দলনেতা মুন্সী বলেন, ‘এটা একটা অসমাপ্ত প্রেমের গল্প। একটা সুইসাইড নোট। যেখানে একজন প্রেমিক মৃত্যুর আগে তার প্রেমিকাকে লিখে গেছেন চলে যাওয়ার গল্পটি। যারা মূলত স্যাড রোমান্টিক গান শুনতে পছন্দ করেন তাদের কথা ভেবেই গানটি তৈরি করা। আমাদের বিশ্বাস সবাই পছন্দ করবেন।’
তরুন ব্যান্ডের বর্তমান লাইন আপ: তরুন মুন্সী (গীতিকার, সুরকার ও প্রধান কণ্ঠ), ইমন (লিড গিটার), অ্যান্থনি (বেজ গিটার), তানভির (কিবোর্ড) ও রাজীব (ড্রামস)।
আরআইজে