অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় মারা গেছেন

কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২৬ আগস্ট) সকালে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি।
অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।’
অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!’
অভিনেত্রীর ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। বছরের শুরুতেই প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। এবার নিজেও চলে গেলেন।
সূত্র : আনন্দবাজার