পরিবারের সদস্যরাই অন্যদের সম্মানহানি করছেন: মাহি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ মুক্তি পেয়েছে শাকিব খানের সঙ্গে তার অভিনীত ‘নবাব এলএলবি’। অভিনেত্রী এবার মুখ খুলেছেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনে কাজ করা পরিবারের কিছু সদস্যদের বিপক্ষে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে মনের এই কথাগুলো তুলে ধরেন মাহি। তবে এখানে স্পষ্ট করে কারও নাম বলেননি তিনি।
মাহি লেখেন, ‘শুনেছি পরিবারের সদস্যদের সম্মান নাকি পরিবারের মানুষেরাই রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন বেশি, দোষ লুকান যাতে বাইরের মানুষ খারাপ না বলতে পারে। আমরা যারা চলচ্চিত্র, টিভি মিডিয়া, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি-প্রচণ্ডভাবে বিশ্বাস করি তারা সবাই একটা পরিবার। কেনো যেন ইদানিং দেখছি আমাদের পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সম্মানহানি করছেন। সাধারণ মানুষজনের সামনে তাদের দোষ ত্রুটি নিয়ে একটু বেশিই নাড়াচাড়া করছেন।’
মাহি আরও লেখেন, ‘দেখে খুব কষ্ট হয়েছে আমার অনেক পছন্দের মানুষরাও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন, কিন্তু পরিবারের অন্য সব সদস্যদের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত, ঘৃণিত একজন টিআরপি লোভী।’
আরআইজে