অর্ধশত পর্বে ‘১০০ তে একশো’

জনপ্রিয় ধারাবাহিক ‘১০০ তে একশো’। সফলতার পথ ধরে অর্ধশত পর্বে পৌঁছেছে নাটকটি। মাছরাঙা টেলিভিশনে এটি প্রচার হবে ১ মার্চ (সোমবার) রাত ৯টায়।
‘১০০ তে একশো’ নির্মিত হয়েছে অদ্ভুত এক গ্রামকে ঘিরে। গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে।
নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোনো চল নেই। ডলারে লেনদেন হয় সব।
এখানে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেকেই ১০০ তে একশো। বেশ ভালোভাবেই চলছিল সবকিছু।
কিন্তু করোনা ভাইরাস এসে এলোমেলো করে দেয়। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসে। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। গল্পে আসে নতুন মোড়।
মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।
তারকাবহুল ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯ টায়।
এমআরএম