এবার সেই নাফিস কামালের কণ্ঠে ‘মোহ’

‘এই দেশে এক শহর ছিলো, শহরে এক রাস্তা ছিলো, রাস্তার ধারে এক বাড়ি ছিলো, বাড়ির নাম এলোমেলো’-নব্বই দশকের শেষের দিকে ‘ইত্যাদি’তে প্রচারের পর রাতারাতি সুপারহিট হয় গানটি। তারকা বনে যান গাানটির গায়ক নাফিস কামাল।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা, নকীব খানের সুর করা সেই গানের পর বিভিন্ন সময় আরও গান প্রকাশ করেছেন নাফিস কামাল। তবে অনেক বছর ধরেই তিনি গানে অনিয়মিত।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন নাফিস। তার এই গানটির শিরোনাম ‘মোহ’। লিরিকাল ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে শিল্পীর স্বনামে খোলা চ্যানেলে।
গানটির কথা লিখেছেন বিউটি আক্তার হাসু ও শাশা। সুর করেছেন শাশা। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল।
নাফিস কামাল বলেন, ‘দীর্ঘদিন নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় গান থেকে একটু দূরে ছিলাম। শ্রোতাদের ভালোবাসা থেকেই কয়েক মাস আগে একটি গান প্রকাশ করি। এবার আরেকটি গান নিয়ে আসলাম। গানটি অনক দিন ধরে বাক্সবন্দি ছিলো। আশাকরি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, নাফিস কামালের প্রথম একক অ্যালবাম ‘এলোমেলো’ বেশ সাড়া ফেলে। এরপর দ্রুতসময়ের মধ্যে ‘অনুভবে একা’ নামের আরেকটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সেটিও হিট। তবে তারপর আর সেভাবে গানে খুঁজে পাওয়া যায়নি এই শিল্পীকে।
আরআইজে