পাপারাজ্জিদের ওপর ক্ষেপলেন অর্জুন

বলিউড তারকাদের ছবি তুলতে পাপারাজ্জিরা কতই না কাণ্ড ঘটান। কখনও তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। যেমনটা দেখা গেল অর্জুন-মালাইকার বেলায়।
সম্প্রতি সাইফ-কারিনার দ্বিতীয় সন্তানকে দেখতে গিয়েছিলেন অর্জুন কাপুর। সঙ্গে ছিলেন মালাইকা আরোরা। সেই ছবি তুলতে দেয়াল বেয়ে উঠে পড়লেন পাপারাজ্জির দল।
পাপারাজ্জিদের উদ্ভট কাণ্ড দেখে ক্ষেপে গেলেন অর্জুন কাপুর। তিনি বলেন, ‘একটু তো লজ্জা করুন। এভাবে ছবি তোলা উচিত নয়। নীচে নেমে আসুন। দেয়াল বেয়ে আর উঠবেন না দয়া করে।’ মালাইকাকে নিয়ে সাইফ-কারিনার বাসা থেকে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটে।
দ্বিতীয় সন্তান আগমনের আগে নতুন বাড়িতে উঠেছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। বোনের ছোট ছেলেকে দেখতে সেখানে হাজির হয়েছিলেন অর্জুন। আর তার সঙ্গে এখন প্রায় সব জায়গায় দেখা যায় প্রেমিকা মালাইকাকে।
উল্লেখ্য, অর্জুন কাপুর বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি সিনেমা নিয়ে। এরমধ্যে শেষ করলেন ‘ভূত পুলিশ’-এর কাজ। এখন করছেন ‘এক ভিলেন রিটার্নস’-এর শুটিং।
১৯ মার্চ মুক্তি পাচ্ছে অর্জুন কাপুরের ‘সন্দিপ অর পিংকি ফেরার’ সিনেমা। এতে পরিণীতি চোপড়ার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি। সিনেমাটি গত বছর মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়।
এমআরএম