মহালয়ায় আসছে অঙ্কুশের নতুন চমক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ এএম


মহালয়ায় আসছে অঙ্কুশের নতুন চমক

‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী…’ রবি ঠাকুরের এই গানের সঙ্গে পরিচিত না এমন কেউ নেই। এবার গানটির শব্দ দিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমার নাম। সিনেমার নায়ক অঙ্কুশ হাজরা।

আজ (২৫ সেপ্টেম্বর) মহালয়ার সকালে আসছে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন সিনেমার প্রথম ঝলক। ছবির নাম ‘ওগো বিদেশিনী’। নায়িকা একজন বিদেশি।

নাম জানা না গেলেও অঙ্কুশের নায়িকা হিসেবে এই বিদেশিকেই দেখবেন দর্শক।

চলতি বছরে লন্ডনে বেশ কয়েকটি  সিনেমার শ্যুটিং সেরে কলকাতায় ফিরেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলাসহ আরও অনেকে। যেগুলোর মধ্যে এই ‘ওগো বিদেশিনী’ অন্যতম।

এমএইচএস

Link copied