মিলন-মমর আরাধ্য

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ মার্চ ২০২১, ১১:১৭ এএম


মিলন-মমর আরাধ্য

নাটকের দৃশ্য মিলন ও মম

আজ বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘আরাধ্য’। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকারসহ অনেকে। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন সজিব চিশতি।

দেশব্যাপী লকডাউন কিছুটা শিথিল হওবার পরপরই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নাটকটির চিত্রধারণ করা হয়। এটি প্রযোজনা করেছে এস এইস ভিশন।

Dhaka Post
নাটকের দৃশ্য মিলন ও মম

নাটকটির গল্প গড়ে উঠেছে দম্পতি জারা-দীপুকে ঘিরে। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত। ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে। একদিন জারা জানায়, সে মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। কিন্তু পরক্ষণেই মনে পড়ে তার প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারিয়েছিল। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে এ ঘটনা। তবে স্বামীকে সারাক্ষণ সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করে। দীপু চায়নি দ্বিতীয়বার ঘর করতে। তবে ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার।

আরআইজে

Link copied