অভিনেতা কায়েস চৌধুরীর প্রয়াণের এক বছর

গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান নির্মাতা, অভিনেতা কায়েস চৌধুরী। তাকে স্মরণ করে শুক্রবার (২১ অক্টোবর) পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এ সব্যসাচী ব্যক্তিত্বের প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় বক্তব্য ও স্মৃতিচারণ করবেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ম.হামিদ, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, নাট্যকার, নির্মাতা ও লেখক স্থপতি শাকুর মজিদ, নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক সম্পা দাস ও কায়েস চৌধুরীর কন্যা অনুসূয়া কায়েস মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তরু শাহরিয়ার স্বর্গ।
কায়েস চৌধুরীর প্রথম প্রয়াণ দিবসের স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে বন্ধু ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা, নাট্যকার ও পরিচালক কায়েস চৌধুরী। মাত্র ৬৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান এই গুণী শিল্পী।
উল্লেখ্য, কায়েস চৌধুরী নির্মাতা হিসেবে সফল ছিলেন। তিনি কয়েকশ নাটকে অভিনয় করেন। নির্মাণ করেন বহু নাটক। নব্বই দশকে তার রচনা ও পরিচালনা প্রথম ধারাবাহি নাটক ‘না’ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়। সে সময় নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
কেএইচটি