নতুন গানচিত্র নিয়ে এলেন নব্বই দশকের নীলু

নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়ক মখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
শনিবার (২১ অক্টোবর) নতুন গানচিত্র নিয়ে হাজির হয়েছেন নীলু। যার শিরোনাম ‘যতই তোমায় ভালোবাসি’। ইউটিউবে ডেডলাইন মিউজিকের চ্যানেলে উন্মুক্ত হয়েছে এই গান-ভিডিও।
গানটির সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানের কথার সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।
গানটি নিয়ে মখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরও আরও ভালোবাসতে চায় মন। এমনই ভাবনায় গানটি করা হয়েছে। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী মখলেছুল ইসলাম নীলু তিন যুগের ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবামও প্রকাশ করেছেন। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে। নিভৃতেই গান করে যেতে ভালোবাসেন তিনি।
আরআইজে