পিন্টু ঘোষ এবার সিনেমার অভিনেতা

গুণী সংগীতশিল্পী হিসেবেই পিন্টু ঘোষের পরিচিতি। ইতোমধ্যে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় ও শ্রোতানন্দিত গান। ‘চিরকুট’ ব্যান্ডের সাবেক এই সদস্যকে এর আগে একাধিক নাটকেও অভিনয় করতে দেখা গেছে। এবার তিনি অভিনয় করেছেন সিনেমায়। ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’র একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে পিন্টু ঘোষ বলেন, ‘আমি মূলত মিউজিশিয়ান। অভিনয়ের বিষয়টি হুট করেই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত যে কয়েকটি নাটক করেছি গুণী সব নির্মাতাদের সঙ্গ পেয়েছি। তৌকীর ভাইয়ের সঙ্গে এবারের কাজটিকে তো নিজের বলেই দাবি করছি। কাজটির জন্য খুব অল্প সময় পেয়েছি। তবে পুরো টিমের সবাই ভালোবাসা নিয়েই কাজটি করেছি।’
অভিনয়ে পিন্টুর অভিষেক ২০০৫ সালে গোলাম সোহরাব দোদুলের নাটক ‘কৃষ্ণগহ্বর’ দিয়ে। এরপর কাজ করেছেন একই নির্মাতার ‘আগন্তুক’ এবং শহীদুজ্জামন সেলিমের ‘কেউ কেউ মৃত জোনাকি’ নাটকে। ফলে সিনেমায় অভিষেকের জন্য অভিনয়ের রিহার্সাল ভালো ছিল তার।
‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন পিন্টু। এতে তার সঙ্গে আছেন রোকন ইমন। দুজনে মিলে সিনেমার জন্য নতুন করে বেঁধেছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’। থাকছে প্রেম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়েও গান।
সিনেমাটিতে পিন্টুকে দেখা যাবে রাজু নামের একজন মিউজিশিয়ানের চরিত্রে। তিনি জানান, গল্পকে ঘিরে যে চরিত্রগুলো থাকে তাদের জন্য সাপোর্টিভ একটা ক্যারেক্টার হলো রাজু। পুরো গল্পের বেশিরভাগ জুড়েই থাকে একদল তরুণ মিউজিশিয়ান। ফলে পর্দার পেছনে ও সামনে কাজ করতে আমার সুবিধাই হয়েছে।’
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, আজাদ আবুল কালাম, জাকিয়া বারী মম, ওবিদ রেহান, পরীমনি, শ্যামল মাওলা, এ কে আজাদ সেতুসহ প্রায় ৫০ জন শিল্পী।
আরআইজে