তোমায় গান শোনাব'র ৪০০তম পর্বে রাজবংশী

৪০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন দেশের খ্যাতিমান লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধের বেশ কিছু গান শোনাবেন তিনি।
প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। আধুনিক, ফোক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার জনপ্রিয় ও গুণী শিল্পীরা গান করেন এখানে।
শুরু থেকেই অনুষ্ঠানটি দর্শকদের হৃদয় কাড়ে। শিল্পীদেরও অন্যতম পছন্দের অনুষ্ঠান হিসেবে সমাদৃত এটি। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
আরআইজে