শরীরচর্চা করতে গিয়ে না ফেরার দেশে অভিনেতা

ফের জিম করতে গিয়ে মৃত্যু অভিনেতার। শুক্রবার (১১ নভেম্বর) সকালে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মাত্র ৪৬-এই চলে যেতে হল ‘কসৌটি জিন্দেগি কি’-র বিনীতকে।
তবে শুধু ‘কসৌটি জিন্দেগি কি’ নয়, বহু জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘কুসুম’, ‘কৃষ্ণ অর্জুন’, ‘ইসসসস কোয়ি হ্য়ায়’, ‘কায়ামত’, ‘মমতা’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকের বদৌলতে টেলিপর্দার পরিচিত এবং জনপ্রিয় মুখ সিদ্ধান্ত।
মৃত্যুকালে সিদ্ধান্ত রেখে গেলেন সুপারমডেল স্ত্রী আলিসিয়া রাউত এবং দুই সন্তানকে। আচমকাই সিদ্ধান্তের মৃত্যুর খবরে হতবাক তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। সিদ্ধান্ত সূর্যাবংশীর মৃত্যুর খবর জানিয়ে বন্ধু জয় ভানুশালী লেখেন, ‘এত তাড়াতাড়়ি চলে গেলে...’। জয় ভানুশালী জানান, তাদের এক বন্ধুর মাধ্যমে তিনি সিদ্ধান্তের মৃত্যুর খবর পান।
View this post on Instagram
কিছুদিন আগেই জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, তারও আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লা। আবার সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডের জিম করতে গিয়েই মৃত্যু হয়। জিম করতে গিয়ে একের পর এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় ফেলছে বহু ফিটনেস ফ্রিককেই।
শেষবার সিদ্ধান্ত সূর্যবংশীকে টেলি ধারাবাহিক ‘কিউ রিস্তো মে খাট্টি বাট্টি’, ‘জিদ্দি দিল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করছিলেন।
প্রসঙ্গত, এর আগে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের ক্রিয়েটিভ হেড ইরাকে বিয়ে করেছিলেন সিদ্ধান্ত। ২০১৫ সালে তাঁদের সেই বিয়ে ভেঙে যায়। এরপর ২০১৭ সালে সুপার মডেল আলিসিয়া রাউতকে বিয়ে করেন সিদ্ধান্ত।
সূত্র : জি ২৪ ঘন্টা