ছুটির মেজাজে দেব-রুক্মিণী, সঙ্গে কে?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর ২০২২, ০৭:৫৯ এএম


ছুটির মেজাজে দেব-রুক্মিণী, সঙ্গে কে?

কখনও চলছে সিনেমা দেখা, কখনও আবার সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি। চারিদিকে ছড়িয়ে চকলেট, চিপস আরও কত কী। মঙ্গলবার সকাল থেকে রাত ঠিক এ ভাবেই উপভোগ করল উদিতা চিকু মুন্সী এবং লাড্ডু সৌমদীপ্ত সাহা। 

‘ডান্স ডান্স জুনিয়র’-এর দুই খুদে সঞ্চালক। আর সারা দিন তাদের সঙ্গী হয়েছিলেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি দেব এবং রুক্মিণী মৈত্র। 

সাংসদ অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী দু’জনেরই চূড়ান্ত ব্যস্ততা। এত ব্যস্ততার মাঝেও খুদে দু’জনকে কথা দিয়েছিলেন তারা। খাওয়াতে নিয়ে যাবেন তাদের পছন্দের জায়গায়, সারাটা দিন একসঙ্গে কাটাবেন। সেই মতো চুটিয়ে মজা করলেন চার জন।

রুক্মিণী বলেন, মনে হলো সারা দিন আমায়রার (রুক্মিণ‌ীর দাদার মেয়ে) সঙ্গে কাটালাম। অনেক দিন ওকে কাছে পাইনি। সেই জন্য বেশ লাগল। আর সত্যি বলতে এত ব্যস্ততার মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আনন্দ দেয়। অনেক দিন ধরে পরিকল্পনা ছিল ওদের নিয়ে খেতে যাব। সেই গিয়েছিলাম। আমার জিনিস নিয়ে মেকআপ করে বেশ আনন্দ পেয়েছে উদিতা। 

এনএফ

Link copied