‘ভেজা শালিক’ নিয়ে এলেন সম্পা দাস

নজরুল সংগীতশিল্পী হিসেবে পরিচিত সম্পা দাস। শিক্ষকতার পাশাপাশি গানের প্রতি ভীষণ অনুরাগ তার। গবেষণা করছেন নজরুল সংগীতের চিত্রকল্প নিয়ে। ‘ভেজা শালিক’ দিয়ে প্রথমবারের মতো মৌলিক গানে অভিষিক্ত হলেন। জানালেন, গান নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
ঢাকা পোস্টকে সম্পা জানান, তার ভালোলাগা ও ভালোবাসার জায়গা জুড়ে আছে সংগীত। শত ব্যস্ততার ভিড়েও চালিয়ে যাচ্ছেন গানের চর্চা। মৌলিক গানের প্রস্তাব আসছে অনেক। তার মাঝে নিজের সন্তুষ্টির সঙ্গে মিলে গেলেই কাজটা হাতে নিচ্ছেন এই সংগীতশিল্পী।
রবিবার (২০ নভেম্বর) প্রকাশ পেয়েছে সম্পা দাসের প্রথম মৌলিক গান ‘ভেজা শালিক’। মাসুদ পথিকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইউটিউব চ্যানেল ‘ব্রাত্য ক্রিয়েশন’-এ পাওয়া যাচ্ছে গানটি।
নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে সম্পা বলেন, “সব প্রথমেরই আলাদা একটি অনুভূতি রয়েছে। ‘ভেজা শালিক’ নিয়ে আমার অনুভূতিটাও আলাদা। যদিও গানের ধুনের সঙ্গে আগে থেকেই পরিচিত। ইতোমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিংও হয়ে গেছে। সর্বপ্রথম আলোর মুখ দেখল ‘ভেজা শালিক’ গানটি। সে হিসেবে এটিই আমার প্রথম প্রকাশিত মৌলিক গান। মাসুদ পথিক ও মুশফিক লিটুর সঙ্গে মিলে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।”
গান নিয়ে আরও অনেকটা পথ পাড়ি দিতে চান এই নজরুল সাধক। তার কথায়, ‘নজরুল সংগীত, চর্চা ও সাধনার বিষয়। হুট করেই হয়ে যায় না। শুধু টাকার জন্য গান করলে নজরুল চর্চা হবে না। মন থেকে সায় দিলে তবেই আমি কাজটা করি। শিক্ষকতা করে তো পেট চলছে, গান আমার মনের ক্ষুধা মেটাচ্ছে।’
ভবিষ্যতে পেশা হিসেবে গানটাকে বেছে নেবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে সম্পার সোজাসাপ্টা জবাব, ‘হ্যাঁ, অবশ্যই বেছে নেব। ভালোলাগাটাকে পেশা বানানোর চেয়ে ভালো কোনো পেশা আর হয় না। তার জন্য দর্শক-শ্রোতাদের ভালোবাসা প্রয়োজন। আমি সেই ভালোবাসার অপেক্ষাতেই আছি। স্রোতে গা ভাসিয়ে নয় বরং সুরে ভেসে সামনে এগিয়ে যেতে চাই।’
কেএইচটি