যৌন হয়রানি নিয়ে যা বললেন কীর্তি সুরেশ

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। শুধু তাই নয়, অভিনেত্রী জানিয়েছেন কখনো এমন পরিস্থিতি দেখবেন জানলে হয়তো অভিনয়ই করতেন না। এরচেয়ে বরং কাজই ছেড়ে দিতেন।
কীর্তি সুরেশ জানান, বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে অভিনেত্রীরা সোচ্চার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তার নিজের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে অন্য সহকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন।
কীর্তির কথায়, ‘সিনেমা জগতে কাজ করেন, এমন অনেকেই যৌন হয়রানি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে কেউ বাজেভাবে প্রস্তাব দেননি।’
সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে কেউ তাকে বাজে প্রস্তাব দিলে কঠোর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না বলে জানান কীর্তি। বলেন, ‘এমন প্রস্তাব পেলে অন্য কাজ খুঁজব, সিনেমা ছেড়ে দেব।’
উল্লেখ্য, কীর্তি সুরেশের মা-বাবা দুজনই সিনেমা দুনিয়ার মানুষ। বাবা জি সুরেশ কুমার সিনেমা প্রযোজক, মা মেনাকা অভিনেত্রী। প্রথমে শিশুশিল্পী, পরে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান কীর্তি। তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।