স্বাধীনতা দিবসেই স্বাধীনের বিয়ে!

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর একমাত্র পুত্র সন্তানের নাম ফারদিন এহসান স্বাধীন। আর এবার স্বাধীনতা দিবসেই ছেলেকে তারা বিয়ে দিচ্ছেন বলে জানা গেছে। একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ওমর সানি-মৌসুমীর হবু বউমা কানাডা প্রবাসী। আগামী ২৬ মার্চ তথা স্বাধীনতা দিবসে রাজধানীর একটি কনভেশন সেন্টারে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এই তারকা দম্পতি। আর এ আয়োজন হবে একেবারে ধুমধাম করে।
অভিনয় না করলেও অনেক আগে পরিচালনায় নাম লেখান মৌসুমী-ওমর সানি পুত্র ফারদিন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন তিনি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও নির্মাণ করেন। রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে রেস্তোরাঁ পরিচালনা করেও বাবা-মার আস্থা অর্জন করেন ফারদিন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানিকে এর আগে বিভিন্ন সময় সিনেমার পর্দায় শ্বশুর-শাশুড়ির ভূমিকায় দেখা গেছে তাদের। এবার বাস্তব জীবনে শ্বশুর-শাশুড়ি হতে যাচ্ছেন তারা।
আরআইজে