ডিপজলের ১০ কোটি টাকা মেরে দিয়েছেন মিশা!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম


ডিপজলের ১০ কোটি টাকা মেরে দিয়েছেন মিশা!

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। তারা দুজন এবার প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। যার নাম ‘কাবাডি’। এরইমধ্যে ওয়েব সিরিজটির ট্রেলার অন্তর্জালে প্রকাশিত হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, ডিপজলের ১০ কোটি টাকা হারিয়ে গিয়েছে। যা ঘিরে নানা রহস্যের জট দেখা গিয়েছে। তাহলে কী ডিপজলের টাকা মিশা নিয়েছেন? এই প্রশ্নের উত্তর পাওয়া আগামী ১০ জানুয়ারি। এদিন বায়োস্কোপে ওয়েব সিরিজটি মুক্তি পাবে।

এটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে এটি নির্মিত। এর সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার কোনো অজানা সম্পর্ক।

সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন-সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। আরও আছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

Link copied