সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৩ পিএম


সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা

সোশ্যাল মিডিয়ায় সবসময় দারুণ সক্রিয় কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। অভিনেত্রী এবার জানালেন, বাংলাদেশে আসছেন তিনি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। আর সেখানে অংশ নিতেই ঢাকায় আসছেন অভিনেত্রী।

জানা গেছে, ১৫ জানুয়ারি ঢাকায় নামবেন শ্রীলেখা। পরদিন ১৬ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী। ১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই স্থানে ২১ জানুয়ারি বেলা ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।

বুধবার সকালে কাপড়ভর্তি একটি ব্যাগের ছবি ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’

শ্রীলেখা পরিচালিত ‘এবং ছাদ’ সিনেমার গল্প উত্তর কলকাতার একটি ছাদকে ঘিরে। এতে মধ্য বয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা।

উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসছেন সিনেমা নিয়ে। দেখা যাক এক ফাঁকে পূর্বপুরুষের ভিটা দেখতে যান কিনা তিনি।

Link copied