ঢাকার দর্শকের সঙ্গে ‘এবং ছাদ’ দেখবেন শ্রীলেখা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৩, ০২:৪৫ পিএম


ঢাকার দর্শকের সঙ্গে ‘এবং ছাদ’ দেখবেন শ্রীলেখা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ে দর্শক মাতালেও প্রথমবারের মতো বসেছেন পরিচালকের আসনে। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে এসেছেন ঢাকার দর্শকদের কাছে।

শনিবার (১৪ জানুয়ারি) ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। আজ (সোমবার) বিকেল ৫টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে ‘এবং ছাদ’। ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শক।

কলকাতার দর্শক শ্রীলেখার ছবিটি দেখে প্রশংসা করেছে। এবার দেখার পালা ঢাকার দর্শকদের কী প্রতিক্রিয়া। তাইতো দর্শক সারিতে বসে উপভোগ করবেন নিজের বানানো প্রথম সিনেমাটি। কেমন লাগল জানতে শো শেষে সরাসরি কথা বলবেন দর্শকের সঙ্গে।

প্রসঙ্গত, শ্রীলেখা পরিচালিত ‘এবং ছাদ’ সিনেমার গল্প উত্তর কলকাতার একটি ছাদকে ঘিরে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন অভিনেত্রী।

Link copied