লাভ স্টেশনে দেখা হলো পড়শী-জোভানের

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৩, ০২:৩৩ পিএম


লাভ স্টেশনে দেখা হলো পড়শী-জোভানের

গায়ক জোভানের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় গায়িকা পড়শীর। জোভান সৌখিন গায়ক হলেও পড়শীর ধ্যান-জ্ঞান সংগীতকে ঘিরেই। বাবা-মায়ের বারণের পরও সংগীতকে আঁকড়ে ধরে আছেন। নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হন। কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারেন না। একদিন নিজের রিসোর্টে পড়শীকে দাওয়াত দেন জোভান-এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লাভ স্টেশন’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা পড়শী। তার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান আহমেদ। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।

‘লাভ স্টেশান’ নাটকের দৃশ্যে পড়শী ও জোভান
‘লাভ স্টেশন’ নাটকের দৃশ্যে পড়শী ও জোভান

কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম। বললেন, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’

আগামীকাল (১৯ জানুয়ারি) রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

আরআইজে

Link copied