পার্থ-হানিফের পরিবারের জন্য ফুয়াদের অনলাইন ফান্ড

গত ১৩ মার্চ ভোরে কক্সবাজার যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান পার্থ প্রতিম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির প্রয়াণে ভীষণ অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার।
এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। অনলাইনে একটি পেজ খুলে ফান্ড তৈরি করছেন তিনি। ১৪ মার্চ রাত ২টায় খোলা এই ফান্ডে দুই মিউজিয়িশানের জন্য সাড়ে ৮ লাখ টাকা যোগাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ফুয়াদ। ১৬ মার্চ সকাল সাড়ে ১০টা নাগাদ যেখানে জমা পড়েছে ছয় লাখ টাকারও বেশি।
এ প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘হানিফ ও পার্থের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছি। তারা খুব সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। ক্ষতিটা অপ্রস্তুত এবং কিছুই তাদের ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু আমরা তাদের পরিবারকে সাহায্য করতে পারি। আমি যা বুঝতে পারছি, তারা তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। হানিফের দুটি ছেলে, যাদের মধ্যে একজনের বয়স ১৬ ও অপরজনের ৬ বছর। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাশে দাঁড়ানো উচিত। দয়া করে সবাই এগিয়ে আসুন।’
করোনাকালেও এভাবে ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দেশের জনপ্রিয় এই গায়ক, সংগীত পরিচালক।
উল্লেখ্য, গত শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে হানিফ ও পার্থকে বহনকারী মাইক্রোবাসটি। উল্টোদিক থেকে আসা একটি লরি তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক আহত হন গাড়িতে থাকা ৬ মিউজিশিয়ান এবং হানিফের সহকারীসহ সাতজনের সবাই।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হানিফকেও মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মারাত্মক আহত গায়িকা বিউটি খান, মিউজিশিয়ান নন্দন ও পাপ্পু বর্তমানে ঢাকার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন। অপর মিউজিশিয়ান রাহাত ও হানিফের সহকারী তৌহিদ সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
আরআইজে